হোম > বিনোদন

ভবিষ্যতের থিমে অর্থহীনের একক কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে সাজানো হয়েছে অর্থহীন ব্যান্ডের এই একক কনসার্ট। ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।

সাইবারপাঙ্ক ২০৭৭ ভিডিও গেমে ভবিষ্যৎ দুনিয়াকে হাজির করা হয় কাল্পনিক প্রযুক্তির সামনে। সে রকম একটি কাল্পনিক জগতের থিমে সাজানো অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টে সলো পারফর্ম করবে অর্থহীন। ৪ ঘণ্টার কনসার্টটি আয়োজিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এটি গতানুগতিক কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। তবে এই আয়োজন উপভোগ করতে কত খরচ করতে হবে, তা এখনো জানানো হয়নি। গেট সেট রক ওয়েবসাইটে শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন। সবার কাছে যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। ক্যানসার থেকে সেরে উঠলেও রুটিন চেকআপ, সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে সমস্যা, পরে চোখের সমস্যার কারণে হাসপাতাল হয়ে উঠেছে সুমনের দ্বিতীয় বাড়ি। সুমনের অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটিকে। গত বছর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে প্রায় এক বছর বিরতির পর মঞ্চে ফেরে অর্থহীন। কনসার্টের পাশাপাশি অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছে।

‘লাপাতা লেডিস’-এর গল্প নকলে হতবাক ফরাসি নির্মাতা

খেপলেন ‘বরবাদ’-এর চিত্রগ্রাহক, পরে হলো সমঝোতা

২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়

পাবনার পৈতৃক ভিটায় সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন উদ্‌যাপন

স্বস্তি ফিরছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়

রাজনৈতিক বিতর্কে বেড়েছে ‘এমপুরান’ সিনেমার দর্শক

বলিউডে যে অভিনেত্রীদের একাধিক প্রেম হলো, বিয়েথা করলেন না

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন চিত্রনায়িকা আইরিন

সাংবাদিকদের ‘পিশাচ’ বলে গালিগালাজ করলেন পরীমণি

কাপাসিয়ায় মঞ্চস্থ হলো সেই নাটক, বন্ধ নিয়ে বিভ্রান্তির অভিযোগ উপদেষ্টার