হোম > বিনোদন

ব্রাজিলে অপহরণকারীর ডেরায় আমেরিকান মডেলের ১২ ঘণ্টা

অনলাইন ডেস্ক    

লুসিয়ানা কার্টিস। ছবি: ইনস্টাগ্রাম

লুসিয়ানা কার্টিস এবং তাঁর আলোকচিত্রী স্বামী হেনরিক গেন্ড্রে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের মুখে পড়েন। বন্দুকের মুখে তাঁদের গাড়িতে তুলে একটি কাঠের কুঁড়েঘরে নিয়ে যাওয়া হয়।

ব্রাজিলের সাও পাওলোর স্থানীয় গণমাধ্যম গাজেটার প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ভিত্তিক ওই মডেলকে তাঁর স্বামী এবং তাঁদের ১১ বছরের সন্তানকে বন্দুকের মুখে অপহরণ করে ১২ ঘণ্টা একটি প্রত্যন্ত কুঁড়েঘরে রাখা হয়েছিল। এই ঘটনা ঘটে গত ২৭ নভেম্বর।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, কুঁড়েঘরটি ছিল খুবই সাধারণ। সেখানে কেবল একটি মাদুর, একটি টয়লেট ও একটি সিঙ্ক ছিল।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র অপরাধীরা রেস্তোরাঁর বাইরে থেকে ভুক্তভোগীদের অপহরণ করে। বন্দিদশায় দুষ্কৃতকারীরা ওই দম্পতিকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। গত ২৮ নভেম্বর পুলিশের অনুসন্ধান দল এলাকায় পৌঁছালে অপরাধীরা পরিবারটিকে কটেজে রেখে পালিয়ে যায়।

গাজেটার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বাবা-মা বাড়ি না ফেরায় বড় মেয়ে তাঁর চাচাকে বিষয়টি জানায়। চাচা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।

পুলিশ জানিয়েছে, বিশেষায়িত পুলিশ দলের অনুসন্ধানের সময় ওই কটেজের কাছে পৌঁছালে অপহরণকারীরা পরিবারটিকে রেখে পালিয়ে যায়। পরিবারটি তখন একটি চলন্ত ট্রাক থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশের কাছে যায়। সেখানে অপহরণ প্রতিরোধ বিভাগের কর্মকর্তারা তাঁদের বয়ান রেকর্ড করে এবং তদন্ত শুরু করে।

মডেলের একজন মুখপাত্র বলেছেন, সবাই মুক্তি পেয়েছেন এবং তাঁরা নিরাপদে ও ভালো আছেন।

মডেল কার্টিস সাও পাওলোর স্থানীয় ব্রিটিশ ব্যবসায়ী ম্যালকম লিও কার্টিসের মেয়ে। নিউইয়র্ক, সাও পাওলো এবং লন্ডনে ব্যস্ত সময় কাটান তিনি। ১৯৯৩ সালে ব্রাজিলে সুপারমডেল অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার শিরোপা জিতে তিনি খ্যাতি পান।

৪৭ বছর বয়সী এই মডেল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন যেমন: ম্যারি ক্লেয়ার, কসমোপলিটনের প্রচ্ছদের স্থান করে নিয়েছেন। তাঁর ক্যারিয়ারে সংগীত শিল্পী বিয়ন্সের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং হারডস, এইচঅ্যান্ডএম ও ভিক্টোরিয়া’স সিক্রেটের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

সেকশন