বিনোদন প্রতিবেদক
খ্যাতিমান অভিনয়শিল্পী আবুল হায়াতকে ‘আজীবন সম্মাননা’ দিয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় দীপ্ত টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। ব্যান্ড দল অবসকিউর ও পার্থিব সংগীত পরিবেশন করেন।
গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।