হোম > বিনোদন

তিশা এবার চলচ্চিত্রে

বিনোদন প্রতিবেদক

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন ছোটপর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। ‘ব্যাচ ২০০৩’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত শিপন।

‘ব্যাচ ২০০৩’ পরিচালনা করছেন পার্থ সরকার। চিত্রনাট্যও লিখেছেন তিনি।

ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পহেলা বৈশাখে দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে।

তাসনুভা তিশা বলেন, ‘আমি এখানে একজন সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, যার নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে যাবার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।’

শিপন বলেন, ‘আমার চরিত্রের নাম মারজান। যে এক সময় স্কুলে র‌্যাগিং, বুলিং, মারামারি, বেয়াদবি, প্রেম-এমন কিছু নেই করত না। পরবর্তীতে বিয়ে-শাদি করে থিতু হলেও পুরনো প্রেম ভুলতে পারে না। তিশার সঙ্গে আমার এক সময় প্রেম ছিল। যার রেশ এখনও আছে। গল্পে একের পর এক চমক আছে। কাজ করতে গিয়ে আমরা খুব উপভোগ করেছি।’

পরিচালক পার্থ সরকার বলেন, ‘ব্যাচ ২০০৩ একটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার চলচ্চিত্র। ছবির গল্প মূলত স্কুল জীবনের র‌্যাগিং, বুলিং নিয়ে। অল্প বয়সের এসব মানসিক অত্যাচার কী রকম প্রভাব ফেলতে পারে ভবিষ্যতের জীবন যাপনে, সেটা নিয়েই এই গল্প’।

‘ব্যাচ ২০০৩’-এর গল্প লিখেছেন রাফায়েল আহসান। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এ ছবির জন্য নিজের কণ্ঠে একটি গানও গেয়েছেন সজল।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

সেকশন