Ajker Patrika
হোম > বিনোদন

প্রকাশ্যে তীরন্দাজ শবরের পোস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ্যে তীরন্দাজ শবরের পোস্টার

চার বছর পর পর্দায় ফিরছে ‘শবর’। ফের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্যে মোড়া গল্প জীবন্ত হয়ে উঠবে সিনেমার পর্দায়। একেবারে অ্যাকশন অবতারে লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত সমাধান করবে নতুন রহস্যের। তবে এবার তীরন্দাজের কায়দায়। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, কয়েক দিন আগেই টিজার প্রকাশ পায় অরিন্দম শীলের নতুন ছবি ‘তীরন্দাজ শবর’-এর। টিজারে দেখা গিয়েছিল: অন্ধকার রাতে ঝমঝম বৃষ্টি পড়ছে। গাড়ির ভেতরে বসে আছে এক ব্যক্তি। হঠাৎই আবছা হয়ে আসা গাড়ির জানালায় কড়া নাড়ল অচেনা হাত! টিজারেই আভাস মিলল ছবির রহস্যের। 

‘তীরন্দাজ শবর’ মুক্তি পাবে আগামী ২৭ মেএবার প্রকাশ্যে এল ‘তীরন্দাজ শবর’ ছবির প্রথম পোস্টার, যেখানে বৃষ্টির মধ্যে বন্দুক হাতে দেখা গেল লালবাজারের গোয়েন্দা কর্মকর্তা শবর দাশগুপ্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ‘তীরন্দাজ শবর’ ছবির পোস্টার শেয়ার করে নির্মাতা অরিন্দম শীল লিখেছেন, ‘তার ধারালো চোখ আর তীক্ষ্ণ মগজ করবে ফের উদ্ধার। নতুনরূপে আসছে শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।’ 

বরাবরের মতোই শবরের ভূমিকায় রয়েছেন প্রতিভাবান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আরও রয়েছেন শবরের সহকারী ওরফে শুভ্রজিৎ দত্ত। এ ছাড়া অভিনয় করেছেন চন্দন সেন, দেবলীনা কুমার, পৌলমী দাস ও নাইজেল আকারা। ‘তীরন্দাজ শবর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ মে। 

বেওয়াচ অভিনেত্রী পামেলার মৃত্যু, মাথায় গুলির চিহ্ন

বদল এল চলচ্চিত্র অনুদানের নীতিমালায়

ঈদ ও বৈশাখে আসছে মোশাররফের দুই সিনেমা

পরিচালকের চেয়ারে রাধিকা আপ্তে

আব্বা বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো: অরণী খান

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মাছরাঙায় শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’

এ সপ্তাহের ওটিটি

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা