পান মশলার বিজ্ঞাপন আর করবেন না অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন।
কিছুদিন আগেই একটি পান মশলার কোম্পানির বিজ্ঞাপন করেছিলেন অমিতাভ বচ্চন। বিজ্ঞাপনটির প্রচার শুরু হলেই সমালোচনার মুখে পড়েন অমিতাভ বচ্চন। মনে করা হচ্ছে, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছেন বিগ বি। অমিতাভ বচ্চন বিবৃতিতে জানিয়েছেন, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা তিনি জানতেন না। যখন তিনি তা জানতে পারেন, প্রতিষ্ঠানটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।