হোম > বিনোদন

এ মাসেই বাংলাদেশে চালু হতে পারে আমাজন প্রাইম ভিডিও

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’ আনুষ্ঠানিকভাবে শিগগিরই বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশের হেড অব কনটেন্ট অ্যান্ড করপোরেট বিজনেস সোনিয়া হুরিয়া গুপ্তা গত বুধবার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোনিয়া হুরিয়া গুপ্তা বুধবার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। এই যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।’ 

একই পোস্টে তিনি আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশ যাত্রার শুরুতে যে পাঁচটি ওয়েব কনটেন্ট নিয়ে বাজারে আসছে তার পোস্টারও প্রকাশ করেছেন। সেগুলো হলো:

বাংলার বন্ধু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে ঘটে যাওয়া সব রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘বাংলার বন্ধু’। রাইনো আরিয়ান খানের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ভারতের পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

কিশলয়: মাহিরিয়ান চৌধুরী পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মের গল্পটা এক কিশোরীর বিখ্যাত মডেলে পরিণত হওয়া এবং পরবর্তীতে তার করুণ পরিণতি নিয়ে। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল এলহাম মায়া। 

হাত ধুবি কী না বল: আল নাহিয়ান মাশরাফির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘হাত ধুবি কী না বল’ ওয়েব ফিল্মটির কাহিনি গড়ে উঠেছে করোনা মহামারির সময়ে একজন সমাজসেবকের হাত ধোয়ার ব্যবসা নিয়ে। 

কফিতা: একটি কফিশপে ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া সমাজের ৬ পেশার মানুষের জীবনের গল্প দেখা যাবে ‘কফিতা’ ওয়েব ফিল্মটিতে। রাইনো আরিয়ান খানের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন জান্নাতুল এলহাম মায়া। 

চকলেটেই বাড়ে ভালোবাসা: শিশুদের জন্যও আয়োজন রয়েছে প্রাইম আমাজন বাংলাদেশের তালিকায়। ১২টি শিশুর চকলেট খাওয়া আর তাদের মধ্যে ভালোবাসার গল্প নিয়ে ভারতের শর্মিষ্ঠা মুখার্জি নির্মাণ করেছেন শিশুতোষ ওয়েব ফিল্ম ‘চকলেটেই বাড়ে ভালোবাসা’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রিয়াজ আফ্রিদি। 

আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশ সূত্রে জানা গেছে, মার্চ মাসেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মটি। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

সেকশন