চ্যানেল আইতে আসছে তুরস্কের ধারাবাহিক ‘হায়াত মুরাত’। পুরো ধারাবাহিকটি বাংলায় ডাবিং করে প্রচার করবে চ্যানেলটি। ১২ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে এটি। প্রচার হবে সপ্তাহের শুক্র থেকে বুধবার প্রতিদিন রাত ৮টায়।
হায়াত ও মুরাতের প্রেমের গল্প নিয়েই এগিয়ে যায় ধারাবাহিকটির কাহিনি। পরতে পরতে উঠে আসে বৈষয়িক জীবনের নানা টানাপোড়েন আর পাওয়া না-পাওয়ার গল্প। মুরাত চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ডেনিজ ও হায়াত চরিত্রে অভিনয় করেছেন হায়াত উজুন।