Ajker Patrika
হোম > বিনোদন

এলভিস প্রেসলির কোট বিক্রি হলো ১৭ কোটি টাকায়

অনলাইন ডেস্ক

এলভিস প্রেসলির কোট বিক্রি হলো ১৭ কোটি টাকায়

যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।

হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।

নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।

এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন। 

নিলামে বিক্রি হওয়া এলভিস প্রিসলির মখমলের কোটহেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন। 

নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’

এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

সারেগামাপা শোর সেরা দেয়াশিনী ও অতনু

ইসরায়েলি দখলদারি নিয়ে ফিলিস্তিনি প্রামাণ্যচিত্র, জিতল অস্কারে সেরার পুরস্কার

অস্কারের ৯৭তম আসরে ‘আনোরা’র বাজিমাত

ওটিটিতে ফিরলেন জাহিদ হাসান

গান ও অভিনয়ে পারশা মাহজাবীন

এফডিসির পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া