হোম > বিনোদন

শাহরুখ, নয়নতারা কিংবা পরিচালক নন—জওয়ান সিনেমায় সবচেয়ে বেশি লাভবান যিনি

শুধু ভারতে নয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘জওয়ান’ সিনেমাটি। পরিচালনা করেছেন অ্যাটলি। জওয়ান তাঁর পঞ্চম সিনেমা। 

মুক্তির দিনই রেকর্ড ৭৫ কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার আয় ইতিমধ্যে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এত বিপুল আয়ের সিংহভাগ যিনি পাচ্ছেন, তিনি শাহরুখ, নয়নতারা কিংবা অ্যাটলি নন! 

জওয়ান সিনেমায় শাহরুখ খান, নয়নতারা ও অ্যাটলি প্রচুর পরিশ্রম করেছেন। সিনেমার সফলতায় তাঁরা প্রশংসাও পাচ্ছেন। কিন্তু লাভের লাভ যিনি করছেন তিনি আর কেউ নন, শাহরুখ পত্নী গৌরী খান। নিউজ ‘এইটিন’-এর প্রতিবেদন অনুসারে জওয়ান সিনেমাটির প্রযোজনা করেছে গৌরী খানের ফার্ম। ফলস্বরূপ সিনেমার লভ্যাংশের বেশির ভাগটাই যাচ্ছে গৌরীর অ্যাকাউন্টে। 

জানা গেছে, গৌরী সিনেমাটি নির্মাণ করতে ৩০০ কোটি রুপি খরচ হয়েছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই খরচ তুলে নিয়েছে জওয়ান। 

শুধু শাহরুখ ও নয়নতারা নন—জওয়ান সিনেমায় বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্জয় দত্তের মতো নামকরা কুশলীরা অভিনয় করেছেন।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস