হোম > বিনোদন

বিয়ে করেছেন মেহজাবীন, ছবি শেয়ার করে জানালেন

বিয়ের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। তবে অভিনেত্রী বিষয়টি খোলাসা করেননি। অবশেষে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ভেরিফায়েড পেজে বিয়ে সাজে কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন।

পাঁচটি ছবি পোস্ট করে ইংরেজি ক্যাপশনে মেহজাবীন লিখেছেন,

৯ এপ্রিল, ২০১২—একজন বাঁকা দাঁত ও সুন্দর হাসির ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে রাস্তা থেকে আমাকে হাত নেড়ে ডাকল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মেলালাম এবং সে যখন চলে গেল। আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সঙ্গে চলে গেল। আমি তখনই বুঝতে পেরেছিলাম—এটাই সেই মুহূর্ত।

১৩ বছর পর, আজ আমরা এখানে একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি উঁচু মুহূর্ত উদ্‌যাপন করছি এবং প্রতিটি মুহূর্ত অতিক্রম করছি। তারা বলে যে, সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয়—আমরা প্রায় তার দ্বিগুণ সময় পার করেছি।

বিয়ের সাজে মেহজাবীন। ছবি: ফেসবুক

১৪ ফেব্রুয়ারি, ২০২৫–এ, আমরা আমাদের বন্ধনকে চিরতরে সিলমোহর দিয়েছিল, হাত ধরে এই যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

বিয়ের সাজে মেহজাবীন। ছবি: ফেসবুক

আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনার ভালোবাসা ও দোয়া চাই যেন একসঙ্গে সুখ ও একাত্মতার একটি জীবনযাপন করতে পারি।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস