হোম > বিনোদন

তিন ছবির শুটিং শেষে এবার নাটকে মৌসুমী, সঙ্গে তৌসিফ

তিনটি ছবির শুটিং করে ফিরেছেন চিত্রনায়িকা মৌসুমী। জাহিদ হোসেনের ‘সোনার চর’, মীর্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ এবং আশুতোষ সুজনের ‘দেশান্তর’—এই তিন ছবিতে তিন ধরনের লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী।

গতকাল নতুন আরেকটি শুটিং সেটে যোগ দিয়েছেন মৌসুমী। তবে এটি চলচ্চিত্র নয়, নাটক। ‘সন্ধ্যা নামার আগে’ নামের এই নাটক দিয়ে অনেক দিন পর ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। পরিচালনা করছেন আলম আনোয়ার।

রাজধানীর উত্তরায় সোম ও মঙ্গলবার দুই দিন ‘সন্ধ্যা নামার আগে’ নাটকের শুটিংয়ে থাকবেন মৌসুমী। এতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন তৌসিফ মাহবুব। পর্দায় ভাইবোন হয়েই দেখা দেবেন তাঁরা।

নির্মাতা আলম আনোয়ার বলেন, ‘গতানুগতিক প্রেমের গল্প নয় এটি। এই সময়ের সংকট ও বাস্তবতার গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি সুন্দর নাটক উপহার দেওয়ার।’এতে মৌসুমী-তৌসিফ ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান। ‘সন্ধ্যা নামার আগে’ নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। দেখা যাবে আরটিভিতে।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’