বিনোদন ডেস্ক
বছরের শুরুতেই নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘কাছাকাছি দুইজন’ নামের নাটকটি বানিয়েছেন মারুফ হোসেন সজীব। এর আগে ইয়াশকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক বানিয়েছিলেন সজীব।
নতুন নাটকটি নিয়ে ইয়াশ বলেন, ‘সজীব ভাইয়ের কাজ আমার সব সময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর। আশা করি সবার পছন্দ হবে।’ নির্মাতা জানান, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি।