Ajker Patrika
হোম > বিনোদন

তিন দিনব্যাপী সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তিন দিনব্যাপী সিনে  ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল
টু সিগনোর সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় ২০ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। ৯টি দেশের মোট ১২টি চলচ্চিত্র নিয়ে এ উৎসব আয়োজন করা হয়েছে।

২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেট জেলায় আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

২০ ফেব্রুয়ারি বেলা ৩টায় প্রদর্শিত হয়েছে সৌদি আরবের সিনেমা ‘টু সিগনোর’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আইম্যান খোজা। এরপর দেখানো হয় ইরাকের ‘নোবডি নোজ’ ও কিরগিজস্তানের সিনেমা ‘ডিল অ্যাট দ্য বর্ডার’।

আজ ২১ ফেব্রুয়ারি বেলা ৩টায় প্রদর্শনী শুরু হবে মিসরের ‘ডিপারচার’ সিনেমা দিয়ে। এরপর প্রদর্শিত হবে তুরস্কের সিনেমা ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’, সিরিয়ার ‘ওয়েনিং’, আফগানিস্তানের ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’ এবং তুরস্কের ‘বিয়ন্ড দ্য ওয়েজ’।

২২ ফেব্রুয়ারি বেলা ৩টায় রয়েছে তিউনিসিয়ার সিনেমা ‘আ মেডিটেরানিয়ান ডে’। সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজদি ঝিমি। এরপর প্রদর্শিত হবে ইরানের চলচ্চিত্র ‘ব্যারিন’ ও ‘মে বি সামহয়ার এলস’। সবশেষে থাকছে ইরাকের চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্টম্যান’।

২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত বরিশাল ও রাজশাহী জেলায় একই সিনেমা নিয়ে আয়োজন করা হবে এই চলচ্চিত্র উৎসব। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেখানো হবে সিনেমা।

আয়োজকেরা আশা করছেন, এসব চলচ্চিত্রে নারী-পুরুষ তথা সব শ্রেণির মানুষের জীবনের গল্প দেখার মধ্য দিয়ে দর্শকের মনে যে ভাবনার জগৎ উন্মোচিত হবে, তা চিন্তাভাবনার জগতে নতুন মাত্রা সংযোজন করবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই ধারার সঙ্গে পরিচিতির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে বলিষ্ঠ ও ইতিবাচক সাংস্কৃতিক আবহ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে।

সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যালটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ আর রহমানের বিরুদ্ধে তোপ দেগে যে জবাব পেলেন অভিজিৎ ভট্টাচার্য্য

জীবনানন্দ দাশ হয়ে আসছেন খায়রুল বাসার

বিরতি কাটিয়ে নতুন লুকে ফিরছেন জনি ডেপ

গুজরাট থেকে সালমানকে হুমকিদাতা যুবক আটক

বলিউডে বর্ণপ্রথা নিয়ে সিনেমা, ব্রাহ্মণদের আপত্তিতে আটকে দিল সেন্সর বোর্ড

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা

নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব, জয়া, মেহজাবীনরা

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলাম: বাঁধন

পয়লা বৈশাখের টিভি আয়োজন

গানে গানে বাংলা বর্ষবরণ