হোম > বিনোদন

৭ বছর পর ফিরছে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’

নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ৭ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় কণ্ঠনালীতে সূর্যর দুটি প্রদর্শনী হবে।

এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।

কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দী আমরা। এই আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে, ৭ বছর ধরে কণ্ঠনালীতে সূর্য নাটকটি মঞ্চস্থ হতে না পারা। শিল্পকলায় একটি বাহাস করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে শিল্পকলায় আমাদের মঞ্চ বরাদ্দ বন্ধ করা হলো, এরপর দীর্ঘদিন ধরে হলের বরাদ্দ চেয়ে আবেদন করে গেছি। কিন্তু পাইনি। এই প্রতিকূল পরিস্থিতির ভেতরেই চেষ্টা করছি, কীভাবে সূর্যোদয় ঘটানো যায়।’

মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’