বিনোদন ডেস্ক
মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান সুন্দরী শেইনিস পালাসিওস। আজ রোববার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসর। সদ্য বিজয়ী শেইনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।