হোম > বিনোদন

মৃণাল রূপে চঞ্চলকে নিয়ে উচ্ছ্বসিত শাহনাজ খুশি

বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা জুড়ে ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে মহাসমারোহে। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ তাঁর ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কয়েক দিন আগেই সিনেমায় মৃণাল সেন রূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছিল। এবার বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীর আরও কিছু নতুন লুক। সেখানে যেন মৃণাল সেন রূপেই ধরা দিলেন বাংলাদেশের গুণী এই অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে/গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু? তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’ 

গত মাস থেকে কলকাতায় শুরু হয়েছে ‘পদাতিক’ এর শুটিং। মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনবেন পরিচালক সৃজিত মুখার্জি। 

১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। 

মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। 

এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। 

গত মাসে চলচ্চিত্রটির পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস