হোম > বিনোদন

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগীদের হয়রানি, এবার খেতাব ফিরিয়ে দিলেন মিস টিন ইউএসএ

যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর এখন মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবাও খেতাব ফিরিয়ে দিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। ইনস্টাগ্রামে পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

মেক্সিকান-ভারতীয়-আমেরিকান এই কিশোরী বিবৃতিতে বলেন, ‘কয়েক মাস দ্বিধা-দ্বন্দ্বের পর আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘মিস টিন নিউ জার্সি থেকে টিন ইউএসএ হিসেবে আমি পেছনে সুন্দর একটি সময় পার করে এসেছি। একজন মেক্সিকান-ভারতীয় আমেরিকান হিসেবে প্রথমবারের মতো আমার রাজ্যকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে পূর্ণতা দিয়েছে।’

সবার প্রতি ভালোবাসা জানিয়ে ভবিষ্যৎ জীবনেও ভক্ত, বন্ধু ও পরিবারের সমর্থন চেয়েছেন উমাসোফিয়া।

মিস টিন ইউএসএ সংস্থা বলেছে যে তারা উমাসোফিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছে তারা।

এদিকে মিস টিন ইউএসএ সংস্থার ওপর গুরুতর অভিযোগে পদত্যাগ করেছেন সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্লডিয়া মিশেল।

একটি ইনস্টাগ্রাম পোস্টে মিশেল লিখেছেন, ‘আমি অনুভব করি যে বর্তমান ব্যবস্থাপনা প্রতিযোগীদের সঙ্গে যেভাবে কথা বলে, তা অপেশাদার এবং অনুপযুক্ত; আমি কর্মক্ষেত্রে বিষাক্ততা এবং যেকোনো ধরনের নিপীড়ন প্রত্যাখ্যান করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এত নোয়েলিয়া ভয়েট (মিস ইউএস) এবং উমার মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে এবং তাই আমি নীরব থাকতে পারি না।’

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, যে তারা তিনজন একসঙ্গে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কৌশলগতভাবে তাঁদের পদত্যাগের সময় নির্ধারণ করা হয়েছে।

কদিন আগেই মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট। নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস