হোম > বিনোদন

ভৈরবের মঞ্চে সোমবার ‘মরীচিকার শহর’

ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম। 

নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা। 

এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ। 

ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’