কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।