হোম > বিনোদন

অনলাইনে জুয়ার প্রচারণার অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার প্রত্যয় হিরণ

জুয়ার প্রচারণার অভিযোগে ইউটিউবার প্রত্যয় হিরণ ও তাঁর ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, হিরণদের বানানো ভিডিওতে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করা হতো। এ নিয়ে রমনা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম(উত্তর) বিভাগের ডিসি মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ‘তাঁরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। তাঁদের গ্রেপ্তার করে আমরা জানতে পারি যে, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করেন। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেন তাঁরা।’  

প্রায় বছরখানেক প্রত্যয় হিরণদের ওপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, আটককৃতদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়। সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। 

পুলিশ জানায়, প্রত্যয় হিরণের ইউটিউব চ্যানেলে নির্মিত ভিডিও এবং ফেসবুকের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হতো নিয়মিত। বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি ৭০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা করে নিত প্রত্যয় হিরণেরা। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন। 

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’