বিনোদন প্রতিবেদক, ঢাকা
মডেল ও অভিনেতা সায়েম সাদাতকে হারানোর ৯ বছর। ২০১৫ সালের ১১ মে মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৭ বছর বয়সী এই অভিনেতা। অসুস্থতা অনুভব করলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
৩ মে বিয়ে করেন সায়েম। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বিয়ে করে ফেললাম, ফিলিং বিবাহিত।’ এরপর সায়েম তাঁর স্ত্রী জান্নাত ফেরদৌসের সঙ্গে পরপর দুটি ছবি পোস্ট করেন। ফেসবুকে সায়েমের এটাই ছিল শেষ আপডেট।
অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সায়েম সাদাত। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ টেলিফিল্মে অভিনয় করে পরিচিতি পান সায়েম। ‘ভালোবাসা ১০১’, ‘ঝালমুড়ি’ নাটকেও অভিনয় করেন তিনি।
মৃত্যুবার্ষীকিতে ফেসবুক পোস্টে সায়েমকে স্মরণ করছেন ভক্তরা। বাংলা নাটকের বেশ কিছু ফেসবুক গ্রুপে সায়েমকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে।