হোম > বিনোদন > টেলিভিশন

মৌসুমী মৌয়ের যৌতুকের মামলায় স্বামীর জামিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহর সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিফ পেশায় একজন কোচিং শিক্ষক। বিয়ের ছয় মাস না পেরোতেই স্বামী আরিফ বিল্লাহর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মৌসুমী মৌ। আজ বুধবার (২৯ মে) আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আরিফ বিল্লাহ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন। আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

শুনানিতে আরিফ বিল্লাহর আইনজীবীরা বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।’

অন্যদিকে, মৌসুমী মৌ দেশে না থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই মৌয়ের পক্ষে সময় আবেদন করেন তাঁর আইনজীবী এ এন এম গোলাম জিলানী।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত ১ হাজার টাকা মুচলেকায় আরিফ বিল্লাহর জামিনের আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রশান্ত কুমার কর্মকার।

মামলায় মৌসুমী মৌ অভিযোগ করেন, আরিফ তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন

বিটিভির ৬০ বছর পূর্তি

নতুন নাটকে দ্বৈত চরিত্রে মৌ

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

সেকশন