অনেক আগে থেকেই রাজধানীতে নবান্ন উৎসব পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছর নবান্ন উৎসবে যোগ দিতে জড়ো হন অনেকেই। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর ধরে সেখানে সব রকম উৎসব, আয়োজন বন্ধ রয়েছে। তাই এবার নবান্ন উৎসব পালন হলো শিল্পকলা একাডেমিতে।
মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সকাল-বিকেল দুই পর্বে বিভক্ত ছিল এবারের নবান্ন উৎসব। নানা গ্রামীণ অনুষঙ্গ নিয়ে শিল্পকলা একাডেমির খোলা চত্বরে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় করোনাকালে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি।
গান, নাচ ও কবিতায় তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য। শিল্পীরা একক ও দলীয় গান শোনান। গানের সঙ্গে ছিল একক ও সমবেত নৃত্য। পরিবেশনা ছাড়াও উৎসবে ছিল পিঠাপুলির ব্যবস্থা।