Ajker Patrika
হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

শিল্পকলায় নবান্ন উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শিল্পকলায় নবান্ন উৎসব

অনেক আগে থেকেই রাজধানীতে নবান্ন উৎসব পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছর নবান্ন উৎসবে যোগ দিতে জড়ো হন অনেকেই। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর ধরে সেখানে সব রকম উৎসব, আয়োজন বন্ধ রয়েছে। তাই এবার নবান্ন উৎসব পালন হলো শিল্পকলা একাডেমিতে।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবমঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবসকাল-বিকেল দুই পর্বে বিভক্ত ছিল এবারের নবান্ন উৎসব। নানা গ্রামীণ অনুষঙ্গ নিয়ে শিল্পকলা একাডেমির খোলা চত্বরে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় করোনাকালে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসবগান, নাচ ও কবিতায় তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য। শিল্পীরা একক ও দলীয় গান শোনান। গানের সঙ্গে ছিল একক ও সমবেত নৃত্য। পরিবেশনা ছাড়াও উৎসবে ছিল পিঠাপুলির ব্যবস্থা।

লোকনাট্য উৎসব দিয়ে শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি শুরু

‘শাহবাগের আড্ডায় ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট মনে করা হতো না’

‘কেউ কারও কথা শুনছে না, চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি’

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ, জাকারিয়া পদক জাহাঙ্গীর আলম

৩ দিনে ‘মার্ক্স ইন সোহো’ নাটকের ৫ প্রদর্শনী

শিল্পকলার সামনে পথনাটক করে নাট্যকর্মীদের প্রতিবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে হাবীবুল্লাহ বাহার কলেজে ‘কবর’ মঞ্চস্থ

যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশিদের বসন্তবরণ উৎসব, গাইবেন এস আই টুটুল 

লোকজ নৃত্য ও পুথিপাঠে ভৈরবে তিন দিনের পিঠা উৎসবের শুরু