হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

লোকজ নৃত্য ও পুথিপাঠে ভৈরবে তিন দিনের পিঠা উৎসবের শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা

লোকজ নৃত্য ও পুথিপাঠের আসরের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ষষ্ঠ ভৈরব পিঠা উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভৈরব রাজকাচারি চত্বরে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি ইমরান হোসাইন।

আলোচনা শেষে অতিথিরা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পিঠার বৈচিত্র্য ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে তাঁরা মুগ্ধ হন। এবারের মেলায় ১৫টি স্টল অংশ নেয়।

উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন। এরপর নিজেদের পরিবেশনা নিয়ে আসে ভৈরব আইডিয়াল স্কুল সাংস্কৃতিক দল। নির্বাচিত আবৃত্তিকারদের কবিতা আবৃত্তির পরই মঞ্চে পুথিপাঠ নিয়ে আসেন মৃদুল ও তাঁর দল। মেলার মাঠ তখন কানায় কানায় পূর্ণ। সবশেষে ব্যান্ড দল ওয়্যারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।

উল্লেখ্য, আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নৃত্যের সঙ্গে আজ থাকবে যন্ত্রসংগীতের মেলবন্ধন। এ ছাড়া বিশিষ্ট আবৃত্তিকার মীর মাসরুর জামান রনির আবৃত্তি ছাড়াও থাকছে ভৈরব উদয়ন স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনা। দ্বিতীয় দিনের আয়োজন শেষ হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা ও জনি আলমের নির্দেশনায় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ ভৈরবের নাটক ‘ভাড়াটে চাই’ মঞ্চায়নের মাধ্যমে।

আগামী রোববার (৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই পিঠা উৎসব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

লোকনাট্য উৎসব দিয়ে শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি শুরু

‘শাহবাগের আড্ডায় ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট মনে করা হতো না’

‘কেউ কারও কথা শুনছে না, চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি’

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ, জাকারিয়া পদক জাহাঙ্গীর আলম

৩ দিনে ‘মার্ক্স ইন সোহো’ নাটকের ৫ প্রদর্শনী

শিল্পকলার সামনে পথনাটক করে নাট্যকর্মীদের প্রতিবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে হাবীবুল্লাহ বাহার কলেজে ‘কবর’ মঞ্চস্থ

যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশিদের বসন্তবরণ উৎসব, গাইবেন এস আই টুটুল 

যুদ্ধবিরোধী নৃত্য দিয়ে শিল্পকলায় শুরু ‘গণজাগরণের নৃত্য উৎসব’

সেকশন