হোম > বিনোদন > গান

গোপনে বিয়ে করে বিপাকে সাগর দেওয়ান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কোক স্টুডিও বাংলার ‘মালো মা’ গান দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী সাগর দেওয়ান। সম্প্রতি গোপনে বিয়ে করেছেন এই গায়ক। পাত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী ফারিয়া ইসলাম মাহিন। তবে বিয়ের পর স্বস্তিতে নেই সাগর। পরিবারের অমতে বিয়ে করায় সাগরের বিরুদ্ধে মামলা করে মাহিনের পরিবার।

মাহিনের ভাই ওমর জায়েদ ফেসবুক পোস্টে জানান, গত জুলাইয়ে মা-বাবার সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসে কাউকে না জানিয়ে মাহিনের সঙ্গে কোর্টম্যারেজ করেন সাগর দেওয়ান। ৫ জুলাই মাহিন রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে তাঁরা ডিবি অফিসে অভিযোগ করেন। প্রশাসনের সহায়তায় মাহিনকে খুঁজে পাওয়ার পর জানতে পারেন, সাগর ও মাহিন বিয়ে করেছে। সেই সময় মাহিনের পরিবারের পক্ষ থেকে তাঁদের বিয়ে মেনে নেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে মাহিনকে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না সাগর, এমনকি তাঁর পড়ালেখাও বন্ধ করে দিয়েছে।

মাহিনের পরিবারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সাগর দেওয়ান বলেন, ‘আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে মাহিনের পরিবার। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি।’

স্ত্রীর পরিবারের অভিযোগ নিয়ে সাগর বলেন, ‘মাহিনের মা তাঁর ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। তাই তার পড়াশোনাটাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য সব কিছু আছে। কিন্তু আমি তাদের মেয়েকে পড়াশোনা করতে দিচ্ছি না, এমন অভিযোগ ফেসবুকে করেছেন তার বড় ভাই, যা সত্যি না। আমি মাহিনকে বলেছি, তোমার যখন ইচ্ছে যেতে পার, পড়াশোনা করতে পার।’

বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখে আছেন বলে জানান সাগর। আশা প্রকাশ করেন, দুই পরিবারের দূরত্ব মিটে যাবে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তাঁরা।

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন