হোম > বিনোদন > গান

পিয়াকে নিয়ে যে গান লিখেছিলেন অনুপম রায়

বিনোদন ডেস্ক

২০১৫ সালের ৬ ডিসেম্বর পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন অনুপম রায়। ছয় বছরের সংসার শেষে ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। অনুপমের ভাষায়, ‘গেছে জীবন দুদিকে দুজনারই’। অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। গত ২৭ নভেম্বর সবাইকে চমকে দিয়ে পরমের সঙ্গে বিয়ে সারেন পিয়া চক্রবর্তী।

এই বিয়ের ঘটনায় নেটিজেনদের একাংশ যেমন অনুপমের পাশে দাঁড়িয়ে পিয়াকে ধিক্কার জানিয়েছেন, ঠিক তেমনই অনেকেই পরম-পিয়ার পাশে দাঁড়িয়েছেন। পরমব্রতর সঙ্গে পিয়ার নতুন জীবন শুরু করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় অনুপম-পিয়ার অতীতের বেশ কিছু সুন্দর স্মৃতিমধুর মুহূর্তগুলো।

প্রাক্তন স্ত্রী পিয়াকে নিয়ে গান বেঁধেছিলেন অনুপম রায়। ২০১৪ সালে টালিউডের ‘চতুষ্কোণ’ সিনেমার জনপ্রিয় গান ‘বোবা টানেল’ পিয়াকে নিয়েই লেখা। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে গাইতে এসে এই গান নিয়ে কথা বলেছিলেন অনুপম। পুরোনো ভিডিওতে অনুপমকে প্রশ্ন করতে দেখা যায় প্রখ্যাত তবলা বাদক তন্ময় বোসকে। জিজ্ঞাসা করা হয়, যার কথা তিনি বলতে চান না তিনি স্ত্রী ছাড়া অন্য কেউ? অনুপমের সোজাসাপটা উত্তর, ‘আপাতত সে আমার স্ত্রী। আমার দ্বিতীয় বউ।’

পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রাক্তন স্ত্রী-কে নিয়ে কথা বলেছিলেন অনুপম। পিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে সেই সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলে, ‘আমার জীবনে পিয়াকে হারানো সবচেয়ে বড় ক্ষতি। আমার মা-বাবা আছে। বন্ধুবান্ধব আছে। কিন্তু, জীবনের বিশেষ, মানুষটাই তো নেই।’

আরও বলেছিলেন, ‘৩৯ বছরে এই রকম বড় কোনও কিছু হারাইনি। বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই আমাকে বহু মানুষ ফোন করেছে। এমনটা হবে সত্যিই কেউ ভাবতে পারেনি। কী জন্য ডিভোর্সটা হল সেটা নিয়েও অনেকে জানতে চেয়েছেন। তবে আমি জীবনে এগিয়ে যেতে চাই। ব্যথাকে সঙ্গী করতে চাই না। আমার একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। পাশে মা-বাবা রয়েছে। আসলে ৩৯ বছর বয়সে একটা সম্পর্ক ভাঙা আর কলেজ লাইফের ব্রেক আপের মধ্যে একটা আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

সেকশন