বিনোদন ডেস্ক
২০১৫ সালের ৬ ডিসেম্বর পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন অনুপম রায়। ছয় বছরের সংসার শেষে ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। অনুপমের ভাষায়, ‘গেছে জীবন দুদিকে দুজনারই’। অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। গত ২৭ নভেম্বর সবাইকে চমকে দিয়ে পরমের সঙ্গে বিয়ে সারেন পিয়া চক্রবর্তী।
এই বিয়ের ঘটনায় নেটিজেনদের একাংশ যেমন অনুপমের পাশে দাঁড়িয়ে পিয়াকে ধিক্কার জানিয়েছেন, ঠিক তেমনই অনেকেই পরম-পিয়ার পাশে দাঁড়িয়েছেন। পরমব্রতর সঙ্গে পিয়ার নতুন জীবন শুরু করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় অনুপম-পিয়ার অতীতের বেশ কিছু সুন্দর স্মৃতিমধুর মুহূর্তগুলো।
পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রাক্তন স্ত্রী-কে নিয়ে কথা বলেছিলেন অনুপম। পিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে সেই সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলে, ‘আমার জীবনে পিয়াকে হারানো সবচেয়ে বড় ক্ষতি। আমার মা-বাবা আছে। বন্ধুবান্ধব আছে। কিন্তু, জীবনের বিশেষ, মানুষটাই তো নেই।’