হোম > বিনোদন > গান

শ্বশুর হচ্ছেন আসিফ আকবর

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। গেল ২৪ সেপ্টেম্বর তার আংটি বদল আয়োজন সম্পন্ন হয়েছে। গায়ক আসিফ আকবর নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

আসিফের হবু পুত্রবধূর নাম ঈশিতা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী গ্রামের মেয়ে। থাকেন ঢাকাতেই। আসিফ আকবরদের পূর্ব পরিচিত।

ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম ১০ দিনের জন্য। চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভাল লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’

ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি, স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

আসিফ জানান, তাঁর পুত্র ও পুত্রবধূ দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান