বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। গেল ২৪ সেপ্টেম্বর তার আংটি বদল আয়োজন সম্পন্ন হয়েছে। গায়ক আসিফ আকবর নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
আসিফের হবু পুত্রবধূর নাম ঈশিতা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী গ্রামের মেয়ে। থাকেন ঢাকাতেই। আসিফ আকবরদের পূর্ব পরিচিত।
ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম ১০ দিনের জন্য। চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভাল লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’
আসিফ জানান, তাঁর পুত্র ও পুত্রবধূ দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।