Ajker Patrika
হোম > বিনোদন > গান

নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’
লুইপা, আগুন, কোনাল, দিঠি আনোয়ার ও ফেরদৌস ওয়াহিদ। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’

ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।

২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, কালজয়ী এ গানের নেপথ্যের গল্প

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম

প্রকাশ পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

দুই বছর পর আসছে রেনেসাঁ ব্যান্ডের নতুন গান

ঈদে আসছে একগুচ্ছ নতুন গান

এবার ঈদে বিটিভিতে গান শোনাবে ১৩ ব্যান্ড

থমকে গেল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড নিউ জিন্সের পথচলা

ঈদ ও বৈশাখে আসছে বিপ্লবের নতুন গান

কন্যার পর ইমরান-কনার নতুন গান ‘বন্ধু গো শোনো’