বিনোদন প্রতিবেদক, ঢাকা
এ প্রজন্মের সংগীতশিল্পী রাজীবের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। তাঁর কন্ঠেও ভক্তরা এন্ড্রু কিশোরের গান শুনতেই বেশি ভালোবাসেন। আগামী ঈদে দীপ্ত টিভির আয়োজনে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন রাজীব।
জানা গেছে, একই অনুষ্ঠানে রাজীব গেয়ে শোনাবেন এন্ড্রু কিশোরের ৮টি গান। এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলো হচ্ছে— ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘বুকে আছে মন’, ‘তুমি আমার জীবন’, ‘কী দিয়া মন কাড়িলা’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘চাঁদের সাথে আমি দেবো না’ ও ‘সবার জীবনে প্রেম আসে’। গানগুলোতে রাজীবের সহশিল্পী হিসেবে আছেন রন্টি দাস।
একই অনুষ্ঠানে ৮টি এন্ড্রু কিশোরের গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘সেই ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরকে আদর্শ হিসেবে মানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপ্ত টিভির এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। যার কারণে আমি আজকের রাজীব, তাঁরই গান গাইলাম আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। চেষ্টা করেছি এন্ড্রু কিশোরের আবেগকে বুকে লালন করে গাইবার। শ্রোতাদের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক।’
রাজীব জানান, আগামী ২৪ এপ্রিলের মধ্যে তিনি বিটিভি, এসএ টিভি ও যমুনা টিভির বিভিন্ন ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।