Ajker Patrika
হোম > বিনোদন > গান

চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম ‘টালোবাসা’, প্রকাশ পাবে রেকর্ডেও

বিনোদন ডেস্ক

চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম ‘টালোবাসা’, প্রকাশ পাবে রেকর্ডেও
চন্দ্রবিন্দু ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ। এমনটাই জানালেন ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত।

সোশ্যাল মিডিয়ায় উপল সেনগুপ্ত লেখেন, ‘চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।’

নতুন অ্যালবাম টালোবাসার প্রচ্ছদ। ছবি: সংগৃহীত
নতুন অ্যালবাম টালোবাসার প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

নতুন অ্যালবামের রেকর্ড প্রকাশর খবর জানিয়ে উপল লেখেন, ‘নতুন অ্যালবামের সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপারে দ্বিধায় পড়েছিলাম আমরা। অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।’

১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এ বছর দলটি পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে আসছে চন্দ্রবিন্দু। নতুন অ্যালবাম টালোবাসায় গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

জমজমাট সংগীতাঙ্গন

ভালোবাসা দিবসে সালমার গান

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান

সুস্থ হয়ে নতুন গান গাইলেন সাবিনা ইয়াসমীন

জীবনের কথায় ভালোবাসা দিবসে ফাহিমের গান ‘আদুরে দিন’