হোম > বিনোদন > গান

কুমার বিশ্বজিতের নতুন গান ‘আমার ছোট্ট পরী’

একজন বাবা কণ্ঠে সমস্ত দরদ ঢেলে তাঁর মেয়েকে ডাকছেন- ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী, তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি।’ এ কথাগুলো আরো করুণ হয়ে, আরো আবেদন নিয়ে ধরা দিয়েছে কুমার বিশ্বজিতের কণ্ঠে। কয়েকদিন আগে ‘আমার ছোট্ট পরী’ নামে কুমার বিশ্বজিতের গানটি প্রকাশ পেয়েছে।

গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘গত বাবা দিবসের জন্য গানটি করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঠিক সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। একজন বাবার স্বপ্ন পূরণ এই গান। কৃতজ্ঞতা বরাবরের মতোই কুমার বিশ্বজিৎ দাদার প্রতি। যিনি সব সময় আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন।’

গত ১১ সেপ্টেম্বর ব্রিটেনে একটি প্রকাশনা উৎসবের মাধ্যমে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিও বানিয়েছেন জি এইচ রাসেল। গানটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

শুনুন কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘আমার ছোট্ট পরী’:

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান