বিনোদন প্রতিবেদক, ঢাকা
একজন বাবা কণ্ঠে সমস্ত দরদ ঢেলে তাঁর মেয়েকে ডাকছেন- ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী, তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি।’ এ কথাগুলো আরো করুণ হয়ে, আরো আবেদন নিয়ে ধরা দিয়েছে কুমার বিশ্বজিতের কণ্ঠে। কয়েকদিন আগে ‘আমার ছোট্ট পরী’ নামে কুমার বিশ্বজিতের গানটি প্রকাশ পেয়েছে।
গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘গত বাবা দিবসের জন্য গানটি করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঠিক সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। একজন বাবার স্বপ্ন পূরণ এই গান। কৃতজ্ঞতা বরাবরের মতোই কুমার বিশ্বজিৎ দাদার প্রতি। যিনি সব সময় আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন।’