বিনোদন ডেস্ক
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ছিল ভারতীয় সংগীতশিল্পী কেকের কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কেকের চলে যাওয়ার তিন দিনের মাথায় একই মঞ্চে গাইবেন অনুপম রায়। আজ রাত ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) নজরুল মঞ্চে গাইতে উঠবেন অনুপম। এই কনসার্টকে ঘিরে নেওয়া হয়েছে কড়া সতর্কতা।
কনসার্টটি আয়োজন করেছে রিজেন্ট পার্কের কলকাতা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। জানা গেছে, নজরুল মঞ্চে অনুপমের কনসার্ট চলাকালীন থাকবেন দুই জন ডাক্তার। দুটি অ্যাম্বুলেন্সও থাকবে—একটি ভেতরে, অন্যটি বাইরে। এসি যাতে ঠিকঠাক চলে, সে দিকেও আয়োজকেরা সার্বক্ষণিক নজর রাখবেন। মঞ্চের আশপাশে ছয়টি পোর্টেবল এসি রাখা থাকবে।
অনুপম রায় বলেছেন, ‘ভারাক্রান্ত মনেই আজ গান গাইতে উঠব, বারবার মনে পড়বে মানুষটার কথা। আয়োজনের প্রস্তুতি নিয়ে বাড়তি চাপ নেই। আমার টিম ম্যানেজমেন্টকে সবটা বুঝিয়ে দিয়েছি। আমার কাজ গান গাওয়া। আজকের অনুষ্ঠানে যদি কোনো সমস্যা হয়, তাহলে তার দায় আমার টিম ম্যানেজমেন্টের। আয়োজকদের নয়।’