বিনোদন ডেস্ক
আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।
রেকর্ড গড়ার পর সুচেতা সতীশ জানান, তিনি ১৪৫টি ভাষায় গান গাইতে পারেন। তবে এই সম্মেলেনে যেহেতু ১৪০টি দেশ অংশ নিয়েছে, তাই সেই কটি ভাষাতেই গান গেয়েছেন।
সুচেতা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিভিন্ন ভাষায় গান শেখার তাগিদ তাঁকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।’