বিনোদন প্রতিবেদক, ঢাকা
এখনো গানের সঙ্গেই আছেন নগর বাউল। নিয়মিত কনসার্টে গাইছেন। তবে অনেক দিন কোনো নতুন গান প্রকাশ করেননি তিনি। পুরোনো গান দিয়েই ভক্তদের কাছাকাছি আছেন জেমস। তাঁর ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল গুরুর নতুন গানের।
সেই অপেক্ষা কিংবা আক্ষেপ কেটে যাবে শিগগিরই। জানা গেছে, এই ঈদেই নতুন গান প্রকাশ করবেন তিনি। চাঁদরাতে পাওয়া যাবে নগর বাউল জেমসের নতুন গান। গানটি প্রকাশিত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে নতুন গানের খবরটি জানিয়েছেন জেমস। তবে গানের নামটি এখনো জানা যায়নি। শিগগিরই জেমস এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে খবর পাওয়া গেছে।