হোম > বিনোদন > গান

সামরিক প্রশিক্ষণ শেষে ফিরলেন বিটিএসের আরেক সদস্য

বিনোদন ডেস্ক

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ফিরে এলেন বিটিএস তারকা জে-হোপ। এর আগে গত ১২ জুন প্রশিক্ষণ শেষে ফেরেন বিটিএস ব্যান্ডের সবচেয়ে পুরোনো সদস্য জিন।

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী গত বছর থেকে সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করেন বিটিএসের সদস্যরা। ফলে সাময়িকভাবে বন্ধ আছে ব্যান্ডের কার্যক্রম। জুনে জিনের প্রত্যাবর্তনের পর এবার ফিরলেন জে-হোপ। তিনি গত বছরের ১৮ এপ্রিল ৩৬তম পদাতিক ডিভিশন রিক্রুট ট্রেনিং সেন্টারে যোগ দেন। সেখানে পাঁচ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ নেন।

এ প্রশিক্ষণ শেষ করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনির বুট ক্যাম্পে সহকারি ড্রিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে স্পেশাল ক্লাস এলিট ওয়ারিয়র হিসেবে উন্নীত হন। সামরিক বাহিনিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছেন জে-হোপ।

বৃহস্পতিবার সেনাবাহিনির ইউনিফর্ম পরিহিত অবস্থায় সামরিক ঘাঁটি থেকে বেরিয়ে আসেন জে-হোপ। বাইরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন বিটিএসের আরেক সদস্য জিন। ফুলের তোড়া দিয়ে হোপকে বরণ করে নেন তিনি। জে-হোপের জন্য অপেক্ষায় ছিলেন মিডিয়াকর্মীরাও।

সংবাদমাধ্যমকে জে-হোপ বলেন, ‘প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ভালোভাবে সুস্থ শরীরে সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে আসতে পেরেছি।’ জে-হোপ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন এক নারী সাংবাদিক বুম নিয়ে ক্যামেরার ফ্রেমে ঢুকে যান। তাঁর কাছ থেকে সংবাদমাধ্যমের বুমগুলো নিয়ে জিন নিজেই বসে পড়েন জে-হোপের পায়ের কাছে।

জে-হোপ যতক্ষণ কথা বলেছেন, পুরোটা সময় বুম ধরে রাখেন জিন। জে-হোপ আরও বলেন, ‘সহকারি ড্রিল প্রশিক্ষক হিসেবে প্রায় দেড় বছর কাজ করেছি। মার্চ করেছি, ওনজু শহরের অনেক নাগরিকের সঙ্গে দেখা করেছি। তাঁরা যেভাবে আমাদের অভিবাদন জানিয়েছেন, তা মনে রাখার মতো। এই দেড় বছরের প্রতিটি সময়ে অনুভব করেছি, সেনাবাহিনির সদস্যরা দেশকে রক্ষার জন্য নিষ্ঠার সঙ্গে কতটা পরিশ্রম করেন।’

বিটিএস ব্যান্ডের ভক্তরা, যাদেরকে বলা হয় বিটিএস আর্মি, তাঁরা প্রত্যেকে এমন দিনের অপেক্ষায় ছিলেন। জে-হোপকে শুভেচ্ছা জানাতে বিটিএসের এজেন্সি হাইবের ভবনের সামনে জড়ো হয়েছিলেন অনেক ভক্ত।

জিন ও জে-হোপ প্রশিক্ষণ শেষ করে ফিরে এলেও বাকি সদস্যরা এখনো আছেন সামরিক প্রশিক্ষণে। ১৫তম পদাতিক ডিভিশনে প্রশিক্ষণ শেষ করে আরএম যোগ দিয়েছেন স্পেশাল ডিউটি টিমে। সেখানে আগে থেকেই আছেন আরেক সদস্য ভি।

পঞ্চম পদাতিক ডিভিশনে আছেন আরও দুই সদস্য জাংকুক ও জিমিন। অন্য সদস্য সুগা প্রশিক্ষণ শেষ করে বর্তমানে একটি সোশ্যাল সার্ভিস এজেন্সিতে কাজ করছেন। জানা গেছে, ২০২৫ সাল নাগাদ সামরিক প্রশিক্ষণ শেষ করে গানে ফিরবেন বিটিএসের সব সদস্য।

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন