Ajker Patrika
হোম > বিনোদন > গান

ঈদ ও বৈশাখে আসছে বিপ্লবের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঈদ ও বৈশাখে আসছে বিপ্লবের নতুন গান
বিপ্লব। ছবি: সংগৃহীত

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় পাঁচ বছর আগে বিপ্লব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সেখানে তিনি ট্যাক্সি চালান। নিজের পেশা নিয়ে কোনো সংকোচ নেই তাঁর। সম্প্রতি সেই খবরটি আবার নতুন করে প্রকাশ হয়েছে। আর তাতেই প্রমিথিউস ব্যান্ডের এই শিল্পীর ভক্তরা চিন্তায় পড়েছেন। অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে মেসেজ করে খোঁজখবর নিচ্ছেন।

ভক্তদের এমন দুশ্চিন্তা দেখে ফেসবুক লাইভে এসে বিপ্লব জানিয়েছেন নিজের বর্তমান অবস্থা। এখন তিনি ভালো আছেন। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ও বৈশাখ উপলক্ষে নতুন দুটি গান প্রকাশ পাবে তাঁর।

বিপ্লব বলেন, ‘সম্প্রতি আমার অনেক আগের একটা ইন্টারভিউ নতুন করে প্রচার করা হচ্ছে। ফলে, যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের অনেকেই চিন্তায় পড়েছেন। অনেকেই আমাকে মেসেজ করছেন। সবাইকে বলতে চাই, আমি ভালো আছি, আপনারা বিচলিত হবেন না। আমি বুঝি আমার প্রতি ভালোবাসা আছে বলেই এ ধরনের খবর দেখে তাঁদের মন খারাপ হয়। আমি কেমন আছি, কেন এই কাজ করছি তাঁরা জানতে চান। অনেকে আবার আমার ট্যাক্সি চালানো নিয়ে খোঁচাও দেন। এতে করে আপনারা মন খারাপ করবেন না। আমি অনেক ভালো আছি।’

দেশ থেকে দূরে থাকলেও গান থেকে দূরে নেই বিপ্লব। নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন সংগীতচর্চা। সময় ও সুযোগ বুঝে প্রকাশ করেন সেই সব গান। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের নতুন গানের আয়োজন। ফেসবুক লাইভে জানালেন ঈদ ও বৈশাখ উপলক্ষে দুটি গান নিয়ে আসছেন তিনি।

বিপ্লব বলেন, ‘যাঁরা আমার নতুন গানের অপেক্ষায় আছেন, তাঁরা প্রস্তুত হোন। ঈদে নতুন গান আসছে। গান নিয়ে প্রস্তুতি চলছে। “ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক” শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছি আমি। এ ছাড়া বৈশাখ উপলক্ষে আরও একটি গান আসবে।’

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, কালজয়ী এ গানের নেপথ্যের গল্প

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম

প্রকাশ পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

দুই বছর পর আসছে রেনেসাঁ ব্যান্ডের নতুন গান

ঈদে আসছে একগুচ্ছ নতুন গান

নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’

এবার ঈদে বিটিভিতে গান শোনাবে ১৩ ব্যান্ড

থমকে গেল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড নিউ জিন্সের পথচলা

কন্যার পর ইমরান-কনার নতুন গান ‘বন্ধু গো শোনো’