বিনোদন প্রতিবেদক
কুমার বিশ্বজিতের গাওয়া গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে হয়ে গেল এস এ হক অলিকের ‘গলুই’ ছবির মহরত। গতকাল শিল্পী বাপ্পা মাজুমদারের গানের স্টুডিওতে রেকর্ডিং হলো গানটির। ‘জোয়ান পোলা পান ছাড়া কি বৈঠা টানা যায়’ এমন কথার গানটি শাহ আলম সরকারের লেখা। সুর ও সংগীত করেছেন ইমন সাহা।
গানটি নৌকাবাইচের আমেজে লেখা। মহরতে উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, ছবির পরিচালক এস এ হক
অলিক, শিল্পী বাপ্পা মজুমদারসহ অনেকেই। শিল্পী কুমার বিশ্বজিৎ বলেছেন, ‘প্রেম ভালোবাসার গান তো অনেক হয়, এই গানটি একটু ভিন্ন আমেজের। নৌকাবাইচের গান। কথা ও সুরের ধরনটা বেশ
পরিচালক অলিক জানিয়েছেন. ‘গলুই’ ছবিটি মূলত নৌকাবাইচকে ঘিরে। ছবির পাত্রপাত্রী নাম প্রকাশ না করলেও ঈদের পরেই কিশোরগঞ্জের হাওর এলাকায় শুটিং শুরু করবেন তিনি।
ছবির গানের রেকর্ডিং শেষে আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। বেলাল খানের সুর–সংগীতে এবারই প্রথম গাইলেন বলে জানিয়েছেন শিল্পী। ‘এই খুব কাছাকাছি হাজারো নালিশ, এই আবার ভালোবাসা একটা বালিশ’ এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটি ঈদ উপলক্ষে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ।