হোম > বিনোদন > গান

ভারতে দিলজিতের কনসার্ট নিয়ে হুলুস্থুল, ৯ মিনিটে টিকিট শেষ!

অনলাইন ডেস্ক

কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জুড়ে মঞ্চ আলোকিত করার পর, এবার ভারতের উন্মাদনা তৈরি করেছেন পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। কনসার্টের টিকিট নিয়ে এরই মধ্যে হুলুস্থুল বেঁধে গেছে!

টিকিট বিক্রি (দ্বিতীয়বারের জন্য) শুরু হয়েছে আজ বুধবার। দিল্লি এবং জয়পুরের টিকিট মাত্র ৯ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে! দিল্লিতে মাত্র তিনটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়: সিলভার ২ হাজার ৪৯৯ রুপি থেকে ৩ হাজার ৪৯৯ রুপি এবং ফ্যান পিট ১৯ হাজার ৯৯৯ রুপি থেকে শুরু। তিনটি বিভাগের টিকিটই প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার দিলজিৎ তাঁর দিল–লুমিনাটি ট্যুর ২০২৪–এর ইন্ডিয়া অংশে আরও দুটি শো যুক্ত করেছেন। তিনি আগামী ৩ নভেম্বর জয়পুরে লাইভ পারফর্ম করবেন। আর ২৬ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্টের পরদিন দিল্লিতে তাঁর কনসার্ট করার কথা। আজ বুধবার দুপুর ২টায় দুই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়।

আগামী ২৬ অক্টোবর দিলজিৎ দোসাঞ্জের ভারত ট্যুর শুরু হবে। তিনি দিল্লি, জয়পুর, চণ্ডীগড়, গুয়াহাটি, পুনে, ইন্দোর, বেঙ্গালুরু, কলকাতা, লক্ষ্ণৌ, হায়দরাবাদ এবং আহমেদাবাদসহ বেশ কয়েকটি শহরে লাইভ কনসার্ট করবেন।

ভারত ট্যুরের আগে, দিলজিৎ ৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ইউরোপ জুড়ে পারফর্ম করেছেন। এ বছরের শুরুতে তিনি ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে পারফর্ম করার জন্য প্রথম পাঞ্জাবি সংগীতশিল্পী হিসেবে ইতিহাস তৈরি করেন। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন দিলজিৎ।

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন