Ajker Patrika
হোম > বিনোদন > গান

একক অ্যালবাম আনছেন জাংকুক

বিনোদন ডেস্ক

একক অ্যালবাম আনছেন জাংকুক

নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।

সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।

গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।

ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। ছবি: ইনস্টাগ্রামএকক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

 ১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

ঈদে আসছে আসিফের নতুন গান

ঢাকায় আজ দু্ই কনসার্ট

চুমু-কাণ্ডের পর এবার মামলার জালে উদিত নারায়ণ

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

জমজমাট সংগীতাঙ্গন