হোম > বিনোদন > গান

‘শিরোনামহীন’-এর ২৫ বছরে বছরব্যাপী আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জাহাজী’ অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে পথচলা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। গত বছর ২৫ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। করোনা মহামারির কারণে ২০২১ সালে রজতজয়ন্তী উদ্‌যাপন হয়নি। এবার সে আয়োজনে মন দিয়েছে দলটি। জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর একাধিক বড় কনসার্টে গাইবে শিরোনামহীন।

ব্যান্ডটির রজতজয়ন্তী উদ্‌যাপনে সঙ্গী হয়েছে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (আগের নাম—ব্র্যান্ডমিথ কমিউনিকেশন)। শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন’ নামের কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে মুম্বাইয়ের অর্কেস্ট্রা টিম।

মেটালিকা, স্করপিয়নসের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে শ্রোতাদের মন জয় করলেও বাংলাদেশের কোনো ব্যান্ডের সঙ্গে সিম্ফনি অর্কেস্ট্রার কোলাবরেশন এটাই প্রথম।

কনসার্টের আগে মুম্বাই গিয়ে অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করবে শিরোনামহীন। অর্কেস্ট্রা টিম নিজেরাও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন কনসার্টটি শিরোনামহীনের ভক্তদের জন্যই শুধু নয়, বাংলাদেশের রক মিউজিকপ্রেমিদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে।’

এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে শিরোনামহীন ব্যান্ডের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। ভক্তদের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ নামের ফ্যান ক্লাব ওয়েবসাইট, যেখানে ব্যান্ডটির ভক্তরা আসতে পারবেন এক ছায়াতলে।

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

সেকশন