হোম > বিনোদন > গান

গানে মুগ্ধ করেছেন, এবার ব্যান্ড নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য

বিনোদন ডেস্ক

নিজের অভিনীত সিনেমার প্রমোশনে গাইছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

সিনেমা-সিরিজের পর্দায় হোক বা নাটকের মঞ্চে, অনির্বাণ ভট্টাচার্য মানেই মুগ্ধতা। অভিনয়টা মিশে আছে তাঁর রক্তে, এটা মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারও। অভিনয়ের পাশাপাশি গানটাও তিনি ভালো করেন।

মঞ্চে গাওয়ার ট্রেনিং প্রথম থেকেই ছিল অনির্বাণের। সংগীতশিল্পী হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’ গানে কণ্ঠ দিয়ে। অনুপম রায়ের সঙ্গে গেয়েছেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। নিজের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায়ও অনির্বাণের কণ্ঠে রয়েছে গান।

এছাড়াও, সংগীতশিল্পী হিসেবে আরও কয়েকটি সিনেমার ক্রেডিটে রয়েছে তাঁর নাম। বিভিন্ন অনুষ্ঠানেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। এবার বাংলা ব্যান্ডে নতুনভাবে অভিনেতাকে পেতে চলেছেন দর্শক-শ্রোতা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই গানবাজনা করছেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর বন্ধুদের গানের দল। ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘হুলিগানিজম’।

অনির্বাণ ছাড়াও এ ব্যান্ডে রয়েছেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। এ ছাড়াও অভিনেতা-গায়ক দেবরাজ ভট্টাচার্যসহ আছেন মোট নয় জন। তাঁদের মধ্যে রয়েছেন সুশ্রুত, সোমেশ্বর, কৃশানু, নীলাংশুক, প্রীতম প্রমুখ।

অনির্বাণ ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম

মূলত অনির্বাণের লেখা কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ড করে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে হুলিগানিজম। অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের নয় সদস্যের ব্যান্ড। এরইমধ্যে আমরা ১২টি গান রেকর্ড করেছি। এখন সেগুলোর মিক্সিং চলছে। গানগুলো আমার লেখা। এরইমধ্যে কয়েকটি ট্রায়াল শো করেছি, ভালো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।’ হুলিগানিজম আগামী ডিসেম্বরে কলকাতার একটি গ্যালারিতে শো করতে চলেছে। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ব্যান্ডটির।

মঞ্চে অনির্বাণ। ছবি: ইনস্টাগ্রাম

অনির্বাণ জানান, মূলত মায়ের উৎসাহে তাঁর সংগীতে হাতেখড়ি। আর সেটা চর্চা করার সুযোগ পেয়েছেন মঞ্চে অভিনয় করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘মা চাইতেন আমি পেশাদার গায়ক হই। তবে গান শেখায় আমার আগ্রহ ছিল না। আমি চাইতাম অভিনেতা হতে। খেলাধুলার দিকেও আগ্রহ ছিল। কলকাতায় এসে মঞ্চনাটকের দলে যোগ দিই। প্রডাকশনের প্রয়োজনে সেখানে একজন সংগীতশিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে আমি সব ধরনের গান শিখেছি। তবে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না।’

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন