হোম > বিনোদন > গান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন সুমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমতি মিলেছে কবীর সুমনের গানের অনুষ্ঠানের। তবে জাদুঘরে নয়, সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের অন্যতম কর্ণধার ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার দুপুরে ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে বলেন, ‘কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন সুমন। আমরা অনুমতি পেয়েছি।’

অনুষ্ঠানের সময়সূচি নিয়ে ফুয়াদ বলেন, ‘ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে অনুষ্ঠানের সময়ে কিছুটা পরিবর্তন আনা হবে। পূর্বনির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠান শুরু করব।’

বৃহস্পতিবার দুপুরে কবীর সুমন ঢাকায় এসেছেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। তখন পুলিশ বলে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।

এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গাইতে এসেছেন কবীর সুমন। সর্বশেষ এসেছিলেন ১৩ বছর আগে, ২০০৯ সালে। এবার তাঁর ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। ১৯৯২ সালে প্রকাশিত হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বলা হয়, এই অ্যালবামের গানগুলো আধুনিক গানের গতিপথ পাল্টে দিয়েছিল।

‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশে গাইতে এসেছেন তিনি। অনুষ্ঠানের নাম তাই রাখা হয়েছে, ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন, সুমনের গান ও বাংলা খেয়াল।’

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান