হোম > বিনোদন > গান

আফ্রিকার সংগীতাঙ্গনে বাংলাদেশের জুয়েল

জুয়েল চৌধুরী। ছবি: সংগৃহীত

আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।

নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’

২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।

সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান