হোম > বিনোদন > গান

পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির লড়াই

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।

ন্যান্‌সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্‌সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।

কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্‌সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্‌সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’

বাধ্য হয়ে ন্যান্‌সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।

ন্যান্‌সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

সেকশন