বিনোদন প্রতিবেদক, ঢাকা
আরটিভিতে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ইতোমধ্যেই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে। এই আয়োজনের কয়েকজন প্রতিযোগির গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
এবার ব্যান্ডের গান ও সিনেমার গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টারের নতুন দুইটি পর্ব। এ পর্বগুলোতে অতিথি বিচারক হিসেবে এসেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।
প্রতিটি পর্বে অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের মূল তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।
এ সম্পর্কে শাফিন আহমেদ বলেন, ‘তরুণদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য আরটিভিকে ধন্যবাদ। আশাকরি এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবেন।’
শওকত আলী ইমন বলেন, ‘শুধু সিনেমার গান দিয়ে বিশেষ পর্বে অতিথি হতে পেরে ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানের পরিকল্পনা দারুণ। প্রতিযোগিরাও অসাধারণ গায়। আমার বিশ্বাস, ভবিষ্যতে তারা অনেক ভালো করবে।’
আগামীকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে ব্যান্ডের গানের পর্ব প্রচার হবে। সিনেমার গানের পর্ব প্রচার হবে বুধবার (১৯ জানুয়ারি)।
রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।