বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবস কে সামনে রেখে সংগীতশিল্পী তোহিদুল ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামে একটি গান চিত্র। পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্রধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন-‘আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথা গুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’
তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিত ভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।