বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।