বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুক্রবার সারাদিন ধরেই সাবরিনা পড়শীর সোশ্যাল সাইটের দেয়াল জুড়ে চেনা–অচেনা–আধচেনা মানুষের ভীড়। প্রত্যেকেই রেখে যাচ্ছেন ‘শুভেচ্ছা–শুভকামনা’। কেউ কেউ জুড়ে দিচ্ছেন তাঁর সঙ্গে তোলা পুরনো ছবি। সারাদিন ধরে পড়শীর আঙুল মোবাইল স্ক্রিনে। ‘লাভ’, ‘কেয়ার’ রিঅ্যাক্ট দিচ্ছেন প্রতিটি পোস্টের তলায়।
কারণ আজ যে ৩০ জুলাই। আজ বাংলা গানের এই মিষ্টি কণ্ঠের জন্মদিন। পড়শীর জন্য দিনটা তাই খুব স্পেশাল। এত এত মানুষের ভালোবাসা! সব কোলাজ হয়ে একসঙ্গে ঝরে পড়ে এই দিনে। কৃতজ্ঞতায় নত হয় পড়শীর মন।
একটা সময় গান নিয়ে খুব ব্যস্ত সময় কাটাতেন পড়শী। গান নিয়ে ছুটে বেড়াতেন দেশের আনাচে–কানাচে, কনসার্টে। করোনায় কনসার্ট বন্ধ দীর্ঘদিন হলো। ঘর আর স্টুডিও– এটা নিয়েই এখন পড়শীর জীবন।
দিনকয়েক আগে কথা হয় পড়শীর সঙ্গে। তাঁর মাকে ফোন করা হলো। মা ফোনটা নিয়ে দিলেন পড়শীকে। ফোনের ওপ্রান্তে তাঁর ক্লান্ত কণ্ঠ- ‘পাঁচ-ছ দিন ধরে ভাই, ঘুমাতে পারিনি রে ভাই। এত কষ্ট!’ শুনে একটু থমকে যেতে হলো। কোনো খারাপ খবর নয় তো? না, পড়শী আশ্বস্ত করলেন। জানালেন, এই নির্ঘুম দিনরাতের একমাত্র কারণ তাঁর পোষ্য বিড়াল।
পড়শীর বিড়ালের নাম- লুচি। গত জানুয়ারিতে বাসার পাশে কুড়িয়ে পেয়েছেন বিড়ালটা। তখন লুচির বয়স ছিল মাত্র ১০-১২ দিন। তারপর থেকে পড়শীদের সঙ্গী সে। নিজের বাচ্চার মতো করেই লুচি বড় হচ্ছে তাঁর কাছে।
এরমধ্যে বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। ‘এক দেখায়’ গানটি প্রকাশের পর শ্রোতারা যে ভালোবাসা নিংড়ে দিয়েছেন কমেন্টবক্সে- তাতে নতুন গানের ব্যাপারে পড়শীর আগ্রহ আরো বেড়ে গেছে। পড়শী জানিয়েছেন, অনেকগুলো গান জমে আছে। রেকর্ড করেছেন। কিন্তু শুধু অডিও দিয়েই তো হবে না। সঙ্গে থাকতে হবে ভালো আয়োজনের ভিডিও। লকডাউনের কারণে শুটিং করা যাচ্ছে না। তাই গানগুলোর মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। পড়শীর আশা, দুঃসময় কেটে গেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। দারুণ সব গান নিয়ে, ভিডিও নিয়ে হাজির হবেন দর্শকদের সামনে।