বিনোদন ডেস্ক
বিয়ে সেরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও সংগীতশিল্পী প্রস্মিতা পাল। সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন অনুপম। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।
গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে দেখা গেছে প্রস্মিতা পাল। অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে। আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন—উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকেই।
প্রসঙ্গত, ২০২১ সালের শেষে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম। এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।